Friday 20 November 2015

উইন্ডোজ ৮, ৮.১ এবং মাইক্রোসফট অফিস ২০১৩ অ্যাক্টিভ ফ্রীতে


উইন্ডোজ ৮, ৮.১ এবং মাইক্রোসফট অফিস ২০১৩ অ্যাক্টিভ ফ্রীতে

উইন্ডোজ ৮, ৮.১ এবং মাইক্রোসফট অফিস ২০১৩ অ্যাক্টিভ করা আমাদের সকলের অত্যন্ত প্রয়োজন। কারণ অ্যাক্টিভ করা ছাড়া অনেক ফিচারস আমরা ব্যাবহার করতে পারি না। বর্তমানে অনেক ধরণের অ্যাক্টিভেটর পাওয়া যায় কিন্তু আদোও কি এসব কাজ করেছে? বরংচ আরো নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
আজকে আমরা আপনাদের এমন একটি সফটওয়্যার এর লিঙ্ক দিব যা থেকে আপনি এক ক্লিকেই আপনার উইন্ডোজ ৮, ৮.১ এবং মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেনঃ
প্রথমেই নিচের ক্লিক থেকে Km Spico নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার ডাউনলোড করার পর আপনার কম্পিউটার এ ইন্সটল করুন। এবার মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ ৮ অথবা ৮.১ যদি আপনার কম্পিউটার এ ইন্সটল করা থাকে অথবা এদের মধ্যে যে কোন একটি যদি অ্যাক্টিভ করতে চান তাহলে ইন্সটল করা সফটওয়্যারটি চালু করুন।
Capture


অনেকটা উপরের চিত্রের মত দেখতে পাচ্ছেন।
এবার লাল রঙের বড় বাটনটিতে ক্লিক করুন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। উপরের চিত্রের ছবিটি অ্যাক্টিভ হওয়ার পর। আর আপনার এখানে যদি মাইক্রোসফট অফিস ২০১৩ ইন্সটল থাকে তাহলে উইন্ডোজ এর ছবির পাশে অফিসের আইকন আসবে এবং উভয়েই একসাথে অ্যাক্টিভ হবে।

আশাকরি বোঝতে পেরেছেন এবং এটি ১০০ % কাজ করবে। ধন্যবাদ সকলকে।

No comments:

Post a Comment