Friday 20 November 2015

কিভাবে Email এর বিজ্ঞাপন ব্লক করতে হয় (How To Block Ads in Email

যেকোনো   Email খুললেই  Advertisement  দেখতে হয়. Gmail , Yahoo Mail,Hot mail কিংবা Outlook.com  সবগুলোতেই পাবেন add এর বাড়াবাড়ি. এগুলো যেমন বিরক্তিকর তেমনি  Inbox এর অনেক জায়গা দখল করে নেয়. খুব সহজেই এ থেকে মুক্তি পেতে পারেন .পদ্ধতিটি Google chrome এবং Mozila Firefox এর ক্ষেত্রে প্রযোজ্য .


Google chrome এর ক্ষেত্রে:
১// প্রথমে Chrome Menu থেকে Settings এ যান .নিচের ছবিতে এদের অবস্থান দেখানো হয়েছে .



২// Extensions এ ক্লিক করলে নিচের দিকে Get More Extensions অপসন পাবেন ,সেটাতে ক্লিক করুন .


৩// উপরের বাম পার্শ্বে Search Box এ Webmail ad blocker লিখে Enter চাপুন . Extentions টি চলে আসবে. এবার ডান পার্শ্বের ADD TO CHROME অপসন এ ক্লিক করুন .




৪//  ছোট্র  একটা Dialogue Box আসবে . Add অপসন  এ ক্লিক করুন .Extension টি মিনিটের মধ্যেই Download হয়ে যাবে .


এবার Email খুললে দেখা যাবে Ad বন্ধ হয়ে গেছে .                                                           
Direct Link 




Mozilla Firefox এর ক্ষেত্রে :

১// Browser এ addons লিখে search দিন . addons.mozilla.org  পেজ   টি ওপেন করুন  এবার search box এwebmail ad blocker লিখে সার্চ দিন .(কিছুটা Google Chrome এর মতো)


২// Add to Firefox অপসন এ ক্লিক করুন .এবার Install Now এ ক্লিক করে Browser restart দিন .


No comments:

Post a Comment