Monday 23 November 2015

নিজেই করুন এন্টিভাইরাসের কাজ


সাধারণত এন্টিভাইরাস থাকার পর ও অনেক সময়
কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে। অসতর্কভাবে পেন
ড্রাইভ ব্যবহার, এন্টিভাইরাসের আপডেট না করলে
অথবা নেট থেকে ভাইরাস ঢুকে পড়তে পারে আপনার
পিসিতে। এ ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি
ম্যানুয়েলি ভাইরাস ডিলেট করতে পারেন। ম্যানুয়েলি ভাইরাস
ডিলিট করতে পারেন। কাজটি বেশ কার্যকরী এবং মজার। ভাইরাসের মধ্যে
New folder.exe
ভাইরাসটির সাথে অনেকেরই আছে যেটা তৈরী হয় মূলত autorun.inf file থেকে।
এ ভাইরাস ডিলিট করতে প্রথমে
start ম্যানু থেকে
search এ গিয়ে
autorun.inf লিখে
search করুন।যে ফাইল গুলো আসবে তা এক এক করে
right ক্লিক করে properties এ গিয়ে
read only option টি
un-check করুন।এবার ফাইলটি নোটপেড দিয়ে
open করে
Ctrl+A চেপে ফাইলে থেকে সব ডাটা ডিলিট করে দিন
এবং সেইভ করে বেরিয়ে আসুন।আবার
start>run এ গিয়ে
msconfig লিখে ওকে করুন।এবার
start up tab এ যান
regsvr থাকলে
un-chek করুন এবং
Exit without restart করে বেরিয়ে আসুন।
এবার control panel> scheduled tasks এ গিয়ে এখানকার
সব task ডিলিট করুন।
পুনরায় start >run এ গিয়ে gpedit.msc লিখে ওকে করুন।
users configuration>administrative templates > system এ যান।
prevent access to registry editing tools এ গিয়ে disable করে দিন।
আবার start>run এ গিয়ে regedit লিখে ওকে করুন,
to edit>find এ গিয়ে regsvr.exe লিখে search করুন।
regsvr.exe এর সব ধরনের occurenece ডিলিট করুন।
এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন কোন
system file ডিলেট না হয়ে যায়।
যেমন: regsvr32.exe থাকলে ডিলিট করা যাবেনা,
শুধু regsvr.exe থাকলে ডিলিট করে দিবেন।
আবার start>search>all files and folders এ যান,
“*.exe” লিখুন এবং এরপর
when was it modified এ ক্লিক করুন
specify date সিলেক্ট করুন।যে তারিখের মধ্যে ভাইরাস এসেছে বলে মনে হয়,
ঐ তারিখ লিখে search করুন।
তারিখ এমনভাবে লিখুন যে তারিখের মধ্যে শুধু ভাইরাস
এসেছে কিন্তু অন্য কোন সফটওয়্যার ইন্সটল করেননি বলে মনে হয়।
search শেষ হলে সব exe করুন।ফাইল সিলেক্ট করে
shift+delete দিয়ে ডিলিট করুন।একইভাবে
regsvr.exe, svchost .exe লিখে search করুন ও ডিলিট করুন।
সবশেষে কম্পিউটার restart করুন এবং উপভোগ করুন ভাইরাস মুক্তি পিসি।
এভাবে অন্য ভাইরাসও ডিলিট করা যায়।

No comments:

Post a Comment